
৭ জানুয়ারির নির্বাচন স্বতঃস্ফূর্ত বর্জন করায় তারেক রহমান এর পক্ষ থেকে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।
১০ জানুয়ারি বুধবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর ও পান্থপথ এলাকায় তারা এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাপ্পী, যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রাজিব পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক বায়জিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাশিদ তানজীম, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল, সদস্য কাউসার হোসেন, সদস্য মনিরুজ্জামান টিটু, কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত, সদস্য সচিব রবিন বাকাউল, নিউমার্কেট থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন রুবেল, সদস্য সচিব ইয়াসির আরাফাত অনিক, হাজারীবাগ থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল জলিল, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন শাকিল, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমেদ সানি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসান, নিউ মডেল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মালেক জয়সহ ধানমন্ডি থানা ও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]