সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি: মঈন খান
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭
সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি: মঈন খান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আবদুল মঈন খান।


২৩ ডিসেম্বর, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলের পক্ষ থেকে এই প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।


তিনি বলেন, ‘ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই গণপ্রতিনিধিত্ব বিহীন সরকারকে সরিয়ে দিয়ে এদেশে জনগণের সরকার কায়েম করব সেই উদ্দেশ্যে আমরা রাজপথে আছি।’


‘রাজপথে নেমে আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিলি করছি, মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াইয়ে নেমেছি।’


মঈন খান বলেন, ‘আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আমরা জনগণের মৌলিক অধিকার ফিরে পাবার জন্য আন্দোলন করছি, আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। এই লক্ষ্যে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব… যতদিন না এই স্বৈরাচারী সরকার তারা বিদায় না হবে ততদিন আমরা রাজপথে থাকবো।’


‘সরকার দাবি করে তারা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। উন্নয়নের জোয়ার বাংলাদেশের বইয়ে দিয়ে থাকে তাহলে জনগণের ভোটকে এই সরকার কেনো ভয় পায় এই প্রশ্ন বাংলাদেশের ১৮ কোটি মানুষের। কেনো তারা একটি পাতানো সাজানো এক তরফা ভাগবাটোয়ারার নির্বাচন তারা করছে?’


সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দকে নিয়ে আবদুল মঈন খান জাতীয় প্রেসক্লাবের সামনে বাস যাত্রী, রিকশা যাত্রীসহ ফুটপাতে পথচারীদের কাছে লিফলেট বিতরণ করেন। এ সময়ে বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মৎস‌্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা ছিলেন।


সকালে রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, ‘সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার বিরোধী দল ছাড়াই নিজেরা নিজেরা ডামি প্রার্থী সাজিয়ে একটা তামাশার নির্বাচন করছে। ওরা ’১৪ ও ’১৮ সালের মতো পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।’


‘আমি জনসাধারণকে বলব, আপনারা এই সরকারের ভোটের দিনে ভোট দিতে যাবেন না, ভোট কেন্দ্র বর্জন করুন।’


এই সময়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, মৎস‌্যজীবী দলেল সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।


এছাড়া রাজধানীতে নিউ মার্কেট, রামপুরা, শাহজাহানপুর, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগ, ধানমণ্ডি সহ বিভিন্ন ওয়ার্ডে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ৭ জানুয়ারির ভোট বর্জন করার লিফলেট বিতরণ করে।


বিবার্তা/রুবেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com