চুয়াডাঙ্গা-১ আসনে এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৬
চুয়াডাঙ্গা-১ আসনে এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাকের পার্টির প্রার্থী সালাম উদ্দিন। ১৭ ডিসেম্বর, রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন।


জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে জাকের পার্টির প্রার্থী সালাম উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


চুয়াডাঙ্গা-১ আসনে এখন ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।


নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আজ (১৭ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বিবার্তা/সাঈদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com