নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা রওশন এরশাদের
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:০০
নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা রওশন এরশাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেষ পর্যন্ত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার অনুসারীরা।


২৯ নভেম্বর, বুধবার রাতে তাঁর গুলশানের বাসভবনে অনুসারীদের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকে এমন সিদ্ধান্ত নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা।


এ সময় সাংবাদিকদের সামনে ভোটে না যাওয়ার কারণ জানিয়ে দুই মিনিটের বক্তব্য দেন রওশন। সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি তিনি।


রওশন বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায় দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। দলের নেতাদের অবমূল্যায়ন করায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।


এর ঘণ্টাখানেক আগে রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করা হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com