পরিবেশটা নির্বাচনের একদম অনুকূলে: কাদের
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৩
পরিবেশটা নির্বাচনের একদম অনুকূলে: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঘিরে সারা বাংলাদেশে উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়েছে। পরিবশেটা একদম নির্বাচনের অনুকূলে। পার্টিসিপেটরি ইলেকশনের রূপই আমরা দেখতে পাচ্ছি।


২৭ নভেম্বর, সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ অনুষ্ঠানের শুরুতে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, আমরা জানি দেশের ২৫ থেকে ৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি দলগতভাবে অংশ না নিলেও তাদের দলেরও অনেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।


কাদের বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বিএনপি। আমরা ইলেকশন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা কেন সহিংস পরিবেশ চাইবো।


২৯৮ আসনে মনোনয়ন দেয়ার বিষয়ে তিনি বলেন, আমরা কাকে কত সিট দিব? কিভাবে জোট করবো? জোটটা নির্বাচনের স্বার্থে কোন পথে সুবিধাজনক এসব আমাদের হিসেবে আছে। আমাদের একটাই কথা, উইনএবল, ইলেক্টেবল প্রার্থীকে মনোনয়ন দিব।


এর আগে রবিবার (২৬ নভেম্বর) ৩০০ আসনের মধ্যে মনোনয়নপ্রাপ্ত ২৯৮ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com