রাজনীতি
জাসদ নির্বাচন পরিচালনা কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ২১:০২
জাসদ নির্বাচন পরিচালনা কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ২৫ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৭টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।


এসময় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম এবং যুগ্ম সাধারণ রোকনুজ্জামান রোকন, সাবেক সংসদ সদস্য ও জাসদ স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন এর হাতে দলের ১৮৩ জন প্রার্থীর তালিকা দিয়ে এ কাজের সূত্রপাত করেন।


সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।


এসময় উপস্থিত ছিলেন জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, জাসদের সহ-সম্পাদক আলী হাসান তরুণ, আশরাফুল হক ঝন্টু, ধীমন বড়ুয়া, সহ-দফতর সম্পাদক প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, জাসদ বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ছানা, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব জুয়েল, ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।


নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, জাসদের নেতাকর্মীদের দলীয় প্রার্থীদের সাথে গিয়ে জনগণের কাছে দলের কর্মসূচি এবং নির্বাচনি ইশতেহার বিষয়ে অবহিত করে ভোট চাইতে হবে।


তিনি আরো বলেন, ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার পর থেকে যে প্রতিশ্রুতি ছিল তা এখনও অব্যাহত রয়েছে। মোশাররফ হোসেন, জাসদের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপি-জামাত ও তাদের জোট সঙ্গীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, অপতৎপরতা চালাবে তাদের এ অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com