রাজনীতি
আমরা নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছি : চুন্নু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১৮:৫৪
আমরা নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছি : চুন্নু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে। আমরা নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছি। যারা দীর্ঘদিন দলের জন্য অবদান রেখেছেন, এলাকায় জনপ্রিয়, দেশ ও মানুষের প্রতি দরদ আছে-এসব বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করবো। আমাদের মনোনয়ন প্রত্যাশীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা চাই সাধারণ ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে।


২৫ নভেম্বর, শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেখানে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন চুন্নু।


জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করবো। আজ বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রবিবার ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আশা করছি, ২৭ নভেম্বর আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবো। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। তবে, বিভিন্ন কারণে যারা ফরম তুলতে পারেননি, তারা পার্টি চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে মনোনয়ন ফরম তুলতে পারছেন।


এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। মনোনয়ন বোর্ডের সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com