সিইসিকে চিঠিতে যা জানাল জাতীয় পার্টি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৪০
সিইসিকে চিঠিতে যা জানাল জাতীয় পার্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অফিসিয়ালি চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। চিঠিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনীত প্রার্থী নির্বাচনে জাপার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরের বিষয়ে সিইসিকে জানানো হয়েছে।


১৮ নভেম্বর, শনিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে এ চিঠি দেয় জাপা।


চিঠিতে জাপা জানায়, আসন্ন নির্বাচনে আর্টিকেল ১২(৩এ) (বি) এবং ১৬.(২)(৩) অনুযায়ী, জাপা মনোনীত প্রার্থী নির্বাচনে পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।


এর আগে, শুক্রবার (১৭ নভেম্বর) জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছিলেন, আগামী দু-একদিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com