রাজনীতি
সরকারের আপত্তি নেই, তবে কার সঙ্গে সংলাপ প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ২১:০৮
সরকারের আপত্তি নেই, তবে কার সঙ্গে সংলাপ প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে আপত্তি নেই সরকারের। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।


১৪ নভেম্বর, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ড. মোমেন বলেন, আমাদের সংলাপে আপত্তি নেই। আমরা গণতন্ত্র ধ্বংস করতে চাই না। গণতন্ত্র সমুন্নত করতে যা যা করা দরকার আমরা তাই করব। সেখানে যদি সংলাপের প্রয়োজন হয়, আমরা সেটা করব। কিন্তু কার সঙ্গে করব, সেটা বিবেচনার বিষয় আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে।


সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘ট্রাম্প ও বাইডেন সাহেব যদি সংলাপ করেন, আমিও রাজি।’


বন্ধু দেশগুলো কোনো ভালো পরামর্শ দিলে সরকার সেটাকে আমলে নেয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যার যার মতামত তারা দিচ্ছেন। আমরা এতে কিছু মনে করছি না। আমাদের বন্ধু দেশ যদি আমাদের কোনো পরামর্শ দেয়, আমরা ওটাকে খুব ভালোভাবে নেই।


দেশের তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতার উদ্যোগ নিল কি না- জবাবে ড. মোমেন বলেন, ওদের জিজ্ঞাসা করেন। তারা কি কারণে করেছে তাদের জিজ্ঞাসা করেন। তারা ভালো উত্তর দিতে পারবে। আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চায়।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ভলকার টুর্কের চিঠি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওনাকে (ভলকার টুর্ক) বলেন- ওনার দেশে বন্দিকে, অপরাধীকে, দণ্ডিত অপরাধীকে অন্য দেশে পাঠায় কি না।


বিবার্তা/এলএ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com