আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামাত এখন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত: শিরীন আখতার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১৭:১২
আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামাত এখন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত: শিরীন আখতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গুপ্ত হামলাকারী বিএনপি-জামাতের হরতাল-অবরোধের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে ১১ নভেম্বর, শনিবার বিকাল ৪টায় ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ জাসদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।


বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হাসান তরুণ, সহ-সভাপতি এড. আবু হানিফ, প্রদীপ কুমার রায়, শুভংকর দে বাপ্পা, ফজলুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, পারভেজ আক্তার শিল্পী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলা উদ্দিন খোকন, ঢাকা মহানগর উত্তর সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুর, ছাত্রলীগ (ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।


জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, গত ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি-জামাত সারাদেশ থেকে আগুনসন্ত্রাসী, গুপ্তহামলাকারীদের জড়ো করে ঢাকায় পুলিশ পিটিয়ে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবন, অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা করেছে, মার্কেটে আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে। দেশের উন্নয়ন, অপ্রতিরোধ্য অগ্রগতি, গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত একের পর এক হরতাল-অবরোধের নামে গুপ্ত হামলা, অগ্নিসংযোগ, হামলা, ভাংচুরের পথ বেছে নিয়েছে, দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি এবং সাংবিধানিক ধারার বাইরে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।


তিনি বলেন, শান্তি বিনষ্টকারী, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে চায়। আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামাত এখন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি জাতীয় যুব জোটকে যুব সমাজকে সংগঠিত করে, জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী বিএনপি-জামাত অশুভ শক্তির অপতৎপরতা রুখে দেয়া আহ্বান জানান।


গুপ্ত হামলাকারী, সন্ত্রাসী বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের আহুত এ কর্মসূচি আজ ১১ নভেম্বর দেশের জেলাা-উপজেলা-মহানগরে পালিত হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com