তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে: কাদের
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২২:০৯
তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


৯ নভেম্বর, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পরপরই ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। আগে মনোনয়ন ফরম ৩০ হাজার টাকা ছিল, এবার ৫০ হাজার টাকা করে দিতে হবে।


দলীয় মনোনয়ন চাইলে কেউ অনলাইনে সংগ্রহ এবং জমা করতে পারবেন বলেও জানান তিনি।


এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৪টি নির্বাচনী উপকমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটিও গঠন হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সদস্য সচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কো-চেয়ারম্যানের পদটি খালি রাখা হয়েছে।


এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য, সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি-সম্পাদককে সদস্য হিসেবে রাখা হয়েছে।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com