আওয়ামী লীগ সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত নয়: নাদেল
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৬:০০
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত নয়: নাদেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগ দেখে দেখে দেশের উন্নয়ন করেননি। সমগ্র দেশবাসীর জন্য উন্নয়ন করেছেন। এ উন্নয়নের সুবিধাভোগী শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন নয়। বিএনপি-জামায়াত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ সকল দল মতের মানুষ। তবে কেন এই সহিংসতা হরতাল-অবরোধ জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড?


৩ নভেম্বর, শুক্রবার রাত ৯ টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইছলা ছড়া, বালু ছাড়া ও আমছড়ি পান পুঞ্জি'র আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, তারা কখনো দেশের মানুষের কল্যাণে কোন কাজ করেনি। তাই বর্তমান সরকারের উন্নয়ন তাদের সহ্য হয় না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে উন্নয়নের ধারাকে কখনো ব্যাহত করা যাবে না। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। হরতাল অবরোধ করে কাউকে এখন ঘরে দাবিয়ে রাখা যায় না। বাংলাদেশে এখন উন্নয়নের রোল মডেল।


এসময় নাদেল ৩ পুঞ্জি'র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করেছে এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে অবশ্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।


৩ পুঞ্জি'র আয়োজনে ইছলা ছড়া পান পুঞ্জি'র হেডম্যান সারাং লাং এর সভাপতিত্বে ও আমছড়ি পুঞ্জি'র হেডম্যান জেমস লামিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী জালাল উদ্দিন নেফুর, ৩ পুঞ্জি'র পক্ষে কথা বলেন আমছড়ি পুঞ্জি'র প্রাক্তন হেডম্যান নুটলী লামিন, প্লিস আলামিন, হাজার পনমি, মজনু সুয়ের, মাইকেল, লাক্সমিন লামিন, জুনিয়র টম্পের।


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরমচাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম রাজীব, ইউনিয়ন পরিষদের সদস্য ও বরমচাল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তৈমুছ খান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আলী সাজু, চন্দন কর্মী ও মহিলা সদস্য মনি কানু, বরমচাল পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রীপদ বর্ধন, বরমচাল ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাতুল আম্বিয়া চৌধুরী স্বপন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মতিউর রহমান জেবলু, ওয়াসিম আহমদ, পলাশ চক্রবর্তী, নয়ন মনি পাল, কর্মধা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ, বরমচাল চা বাগান ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্যকর্মী প্রমুখ।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com