‘বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাহস ও সক্ষমতার প্রতীক’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ২০:২৬
‘বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাহস ও সক্ষমতার প্রতীক’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, আজ বিশ্ব পরমাণু ক্লাবে ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ প্রবেশ করেছে। বাংলাদেশ আজ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহস ও সক্ষমতার প্রতীক হিসেবে পরিচয় পেয়েছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।


৫ অক্টোবর, বৃহস্পতিবার কুমিল্লার তিতাস উপজেলার ৭নং নারায়ন্দিয়া ইউনিয়নে (নয়াকান্দি বাজার,বাইলাকান্দি, তাহেরাকান্দি, আসমানীয়া বাজার, তুলাকান্দি, দুঃখীরচর) আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরণ, পথসভা ও গণসংযোগের কালে তিনি এইসব কথা বলেন।


ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উন্নয়নের গতি দেখে বিএনপি-জামায়ত ভয় পেয়ে গেছে। জনগণের কাছে না গিয়ে বিভিন্ন দরবারে নালিশ করে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নে আগামী নির্বাচনে জনগণ পঞ্চম বারের মতো ক্ষমতায় আনবে।


কুমিল্লার তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সেই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের গতির ধারাবাহিকতা রক্ষা করবে জনগণ।


গণসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ইঞ্জি. আবুল কালাম হাজারী তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু।


এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, তিতাস স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ডা. আ. ছাত্তার, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল আহমেদ, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্লাহ বাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, শ্রমিক লীগের নেত্রী রোজিনা বেগম, নারায়ন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা, নারায়ন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.সালাউদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ কুমিলা উত্তর জেলা, তিতাস উপজেলা ও নারায়ন্দিয়া ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।


বিবার্তা/সোহেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com