ময়মনসিংহে বিএনপির ৬২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪
ময়মনসিংহে বিএনপির ৬২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ নগরীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ৬২৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (৩ সেপ্টেম্বর) কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন (২৫), মো. ইস্রাফিলের ছেলে মহিবুল হক টুটুল (৩৯) এবং আব্দুল মতিনের দুই ছেলে মাজেদুল ইসলাম (২৭) ও সাজেদুল ইসলাম (২২)। তারা ময়মনসিংহ সদর ও ফুলপুরের বাসিন্দা।


কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শনিবার দুপুরে নগরীর রামবাবু রোডের ওয়ালটন শো-রুমের সামনে বিএনপির সহশ্রাধিক নেতাকর্মী দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে যানচলাচলে বাধা দেয় এবং যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩৫টি কাঁচের টুকরা ও ১২৫টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।


তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com