রাজনীতি
হিংসা ও আক্রোশ থেকে তারেক-জুবাইদাকে সাজা: ফখরুল
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ২০:৪৭
হিংসা ও আক্রোশ থেকে তারেক-জুবাইদাকে সাজা: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সাজাকে ‘হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


২ আগস্ট, বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েসী’ রায় জনগণ মানবে না তা ঘৃণ্যভরে প্রত্যাখান করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ জুড়ে যখন আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে বিভ্রান্ত করতে অবৈধ আওয়ামী লীগ সরকারের এটি একটি কুটচাল।এক দফার আন্দোলনকে নেতৃত্ব শূণ্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে।


‘তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলার ফরমায়েসী রায় জনগণ মানে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের জনগণ বিচারের নামে এই প্রহসন, এই ফরমায়েসী রায় ঘৃণাভরে প্রত্যাখান করছে।’


অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার সাজার প্রত্যাহারের আহ্বানও জানান বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, ২০০৭ সালে তথাকথিত ওয়ান ইলেভেনের জরুরি সরকার প্রতিপক্ষ দমনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে জিয়া পরিবারকে হেয় ও রাজনৈতিক পরিমন্ডল থেকে ‍উচ্ছেদ করার গভীর চক্রান্তে মেতে বাংলাদেশে অগণিত মানুষের সমর্থন ধন্য দেশনায়েক তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পূর্ণ রূপে মিথ্যা, বানোয়াট ও কল্পানিক অভিযোগে মামলাটি দিয়েছিল।’


‘কারণ তথাকথিত জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল। জরুরি সরকারের সময়ে শেখ হাসিনার নামে ১৫টি দুর্নীতি ও চাঁদাবাজির মামলা করা হলেও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় দখলের পর প্রধানমন্ত্রী পদে ক্ষমতা ব্যবহার করে অনুগত বিচারপতিদের দিয়ে সবগুলো মামলা প্রত্যাহার করিয়ে দেন শেখ হাসিনা। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। অথচ তারেক রহমান ও জুবাইদা রহমানের এই মামলা চলার মতো কোনো আইনগত ভিত্তি উপাদান না থাকা সত্ত্বেও হিংসা চরিতার্থ করার আজ্ঞাবহ প্রতিষ্ঠান দুদক দিয়ে শেখ হাসিনা তার নীল নকশা কার্য্কর করার জন্য জোড়াতালি দিয়ে প্রতিহিংসা পূরণের রায় বের করা হয়েছে।’


তিনি বলেন, ‘এটা একেবারে পরিস্কার যে, সরকার তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেয়া, আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়া এটাই হচ্ছে মূল লক্ষ্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে।’


‘আমরা বলতে চাই, এসব করে বিএনপির চলমান আন্দোলন দমানো যাবে না।প্রধানমন্ত্রী, আপনি হিংসার পথে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের মজলুম নেতা তারেক রহমানকে নতজানু করতে পারবেন না।’


ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বুধবার এ মামলার রায়ে আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই ধারায় ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।


বিবার্তা/এমই/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com