সরকার পতন আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান ১২ দলের
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ২০:৪২
সরকার পতন আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান ১২ দলের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশ বাঁচাতে সরকার পতন আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।


২৮ জুলাই, শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগর সরকার পতনের একদফা দাবিতে সমাবেশ থেকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা এই আহ্বান জানান।


জোটের নেতারা বলেন, এ সরকার অবৈধ সরকার। এরা গণতন্ত্র লুন্ঠনকারী হিসেবে সারাবিশ্বে পরিচিত। এরা গত ১৫ বছরে দেশকে ১শ বছর পিছিয়ে দিয়েছে। তাই এ দেশকে বাঁচাতে হলে সকলকে আন্দোলনে শরিক হতে হবে।


নেতৃবৃন্দ বলেন, অন্যায় অত্যাচারের শেষ সীমানায় পৌছে গেছে এই আওয়ামী লীগ সরকার। আজ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কোনো প্রতিবাদ নয়, অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


সমাবেশে জোটের প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।


সমাবেশে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় মহাসমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।


আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসার, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালেহ উদ্দিন, জাপার যুগ্ম মহাসচিব এএসএম শামীমসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com