কারও উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ২১:৫৩
কারও উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নেতাকর্মীদের কারও উসকানিতে পা না দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


২৬ জুলাই, বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান ।


এ সময় মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি।


শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে পুলিশের পক্ষে অনুমতি দিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা পুলিশের অনুমতি তো চাইনি। জাস্ট তাদেরকে অবহিত করেছি।


এ সময় মির্জা আব্বাস বলেন, আমরা পুলিশের কোনো অনুমতি তো চাইনি, চিঠিতে তো সহযোগিতার জন্য অবহিত করেছিলাম।


সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুদ্ধ মহাসচিব খায়রুল কবির খোকন, মজিবুর রহমান সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমই/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com