চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপি নেতা মোশাররফকে
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৮:১৭
চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপি নেতা মোশাররফকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে।


২৪ জুন, শনিবার খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ কথা জানান।


তিনি বলেন, হাসপাতাল থেকে আজ তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। তার প্রক্রিয়া চলছে।


এর আগে ৮দিন চিকিৎসা শেষে শনিবার তাকে এভার কেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে।


প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।


বিবার্তা/এমই/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com