চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে সমাবেশ শেষ করলো ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৯:১৩
চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে সমাবেশ শেষ করলো ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের মধ্য দিয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ শেষ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।


পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৮ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় সমাবেশ।


সেই সমাবেশ অংশ নিতে ব্যানারসহ মিছিলে মিছিলে জড়ো হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা। এর পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন।



ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে থাকা স্বাধীনতা রেস্তোরার সামনে চেয়ার বসা নিয়ে বিশৃঙ্খলার শুরু হয়। এসময় নেতা-কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।



দলের নেতাদের হস্তক্ষেপে এসময় কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত হলেও এর ৪ টা ২০ মিনিটের দিকে আবারো চরম বিশৃঙ্খলা শুরু হয়। এসময় চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। এতে দলের বেশ কয়েকজন নেতা-কর্মী চোট পেয়েছেন। এসময় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ছবি তুলতে গেলে এ প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন সমাবেশে আসা উশৃঙ্খল কয়েকজন কর্মী।



বেলা সাড়ে চারটার দিকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া স্থানে গিয়ে দেখা যায়, আশেপাশে পড়ে রয়েছে ভাঙচুর হওয়া অর্ধশতাধিকের বেশি চেয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল অবস্থান নিয়েছেন। সমাবেশে শেষ হওয়া পর্যন্ত তাকে সেখানে অবস্থান নিতে দেখা যায়।


এদিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এসময় তিনি দলের নেতা-কর্মীদের ব্যানার নামিয়ে সমাবেশের শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বক্তব্যে শুরু করলে আবারো স্লোগান তুলেন দলের নেতা-কর্মীরা। এতে বক্তব্য থামিয়ে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাবেশ শুনতে আসছো, না ভাইয়ের স্লোগান দিতে আসছো? পরে পুনরায় বক্তব্য চালিয়ে যান তিনি। তবে এসময় দলের নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।


পরে সভাপতির বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। নিজেদের মধ্যে হানাহানি করবেন না। নেত্রীর কথা, সবাইকে বিনয়ী হতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে শুরুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান।


এদিকে সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা সাংবাদিকদের বসার চেয়ার ও টেবিল পা দিয়ে মাড়িয়ে ব্যবহার অনুপযোগী করেন। এর আগেও ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিভিন্ন সমাবেশে সাংবাদিকদের বসার জায়গা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com