আখাউড়া স্থলবন্দরে ৩ দিন ভারতে ভারী যানবাহন চলাচল বন্ধ
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৪:১৭
আখাউড়া স্থলবন্দরে ৩ দিন ভারতে ভারী যানবাহন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে চলাচলরত ভারি যানবাহন ও আন্তর্জাতিক বাস চলাচল আগামী তিন দিন বন্ধ থাকবে।


১৬ মে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।


তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মূলত উত্তর-পূর্বাঞ্চল ভারতের সঙ্গে আখাউড়া স্থলবন্দর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আগরতলা-আখাউড়া সড়কের জাজি নদীর ওপর পুরাতন ও জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নির্মাণ করা হচ্ছে আধুনিকমানের পিসি গার্ডার ব্রিজ।


আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণকাজে আখাউড়া-আগরতলা সড়ক বন্ধ থাকলেও বিকল্প গ্রামীণ সড়ক দিয়ে ছোট যানবাহনে করে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম জানান, বন্দর সড়কে ভারি যান চলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com