গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার কবলে এখন ফ্রান্সের দ্বীপাঞ্চল নিউ ক্যালিডোনিয়া। অঞ্চলটির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী তিন তরুণ ও পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (১৫ মে) পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) অঞ্চলটির বাসিন্দাদের ভোটের নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাসকে কেন্দ্র করে ক্রমেই উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি।
নতুন এ বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে ১০ বছরের বেশি বসবাস করেন, তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় সান্ধ্য আইন। এরপরও রাস্তায় নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]