‌ডলারের দাম বৃদ্ধিতে আমদানিপণ্যে ব্যয় বেড়েছে ৩৫ শতাংশ: ভোক্তার ডিজি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৩:০৯
‌ডলারের দাম বৃদ্ধিতে আমদানিপণ্যে ব্যয় বেড়েছে ৩৫ শতাংশ: ভোক্তার ডিজি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডলারের দাম বৃদ্ধিতে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে মন্তব্য করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান জানিয়ে ডলারের দাম বৃদ্ধিতে ৩০-৩৫ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের।


বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে ৬৪টি জেলার ১০০টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তা মহাপরিচালক।


তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধিতে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। যাতে ৩০-৩৫ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দামও। যার প্রভাবে পণ্য উৎপাদন খরচ বাড়ায় নিত্যপণ্যের দামও বেড়েছে।


সফিকুজ্জামান বলেন, বসুন্ধরা ফুড ১০১টি পণ্য বিশেষ ছাড়ে দিচ্ছে। তারা যদি করতে পারে, তাহলে অন্যরাও পারবে। এই কাজে সবার এগিয়ে আসা উচিত।


এখন জেলা পর্যায়ে বসুন্ধরা ফুডের এ কার্যক্রম চালু আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যান্য করপোরেট গ্রুপ এই প্রক্রিয়া চালু করলে উপজেলা পর্যায়ে কম দামে পণ্য পৌঁছে দেয়া সম্ভব। যার মাধ্যমে ১০-১৫ শতাংশ কম দামে পণ্য পাবে ক্রেতারা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com