ইন্দুরকানীতে জামায়াতের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৪৫
ইন্দুরকানীতে জামায়াতের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে নাসির উদ্দিন নামে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত এক নেতার নামে ধর্ষণ মামলা করেছে এক নারী। ধর্ষণ মামলায় অভিযুক্ত নাসির উদ্দিন উপজেলার বালিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং রোকন। তিনি ওই ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের মান্নান হাওলাদারের ছেলে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৩ সালে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।


গত ২৮ অক্টোবর ভুক্তভোগী নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-১ এ এই মামলা দায়ের করেন। মামলা নং ২৪৭/২০২৪।


মামলার বিবরণে জানা যায়, রিজিয়া বেগম নামে স্বামী পরিত্যক্তা ভুক্তভোগী ওই নারী ও নাসির উদ্দিন একই গ্রামের বাসিন্দা। চাকুরির প্রলোভনে নাসির উদ্দিন ওই নারীকে গত ২৩ অক্টোবর খুলনায় নিয়ে যায় এবং টুটপাড়ার ১৭৪/২৫নং হোল্ডিংয়ের ফয়সাল ভিলা নামক বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তাকে আটকে রেখে ২ দিনে নয় বার ধর্ষণ করেন। পরে ২৪ অক্টোবর ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে বিষয়টি তার আত্মীয় স্বজনকে জানায় এবং তাদের পরামর্শে খুলনা সদর থানায় মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি উক্ত আদালতে মামলাটি দায়ের করেন।


এ ব্যাপারে মামলার বাদী রিজিয়া বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মামলার সাক্ষী জসিম উদ্দিন জানান, ‘নিরাপত্তার কারণে বাদীর মোবাইল ফোন বন্ধ আছে।’ তবে ঘটনা সংক্রান্ত বাদীর সাক্ষাৎকারের একটি ভিডিও এ প্রতিবেদকের কাছে পাঠিয়েছেন, যাতে বাদী সকল ঘটনার বর্ণনা করেছেন।


এ ব্যাপারে সাবেক অভিযুক্ত নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি এটাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।


ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন বলেন, ‘নাসির উদ্দিন বালিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ২০২৩ সালে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।’


বিবার্তা/শামীম/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com