
বাগেরহাটের মোরেলগঞ্জে পানি অধিকার ও পানি অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তুবা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
এতে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সচিব মো. সালাহউদ্দিন, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব রিপন কুমার পাল, ডর্প অ্যাকসেস প্রকল্পের সমন্বয়কারী শওকত চৌধুরী, সাংবাদিক গনেশ পাল, যুব গ্রুপ সভাপতি শেফালী আক্তার রাখি, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ওয়াস বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ ও স্বাস্থ্য গ্রাম দলের ৩৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
বিবার্তা/রাজু/রোমেল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]