স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালকের হিলি স্থলবন্দর পরিদর্শন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালকের হিলি স্থলবন্দর পরিদর্শন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গতিশীল ও সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম (উপ-সচিব)।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টা ২৬ মিনিটে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি।


পরিদর্শন শেষে তিনি বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সরকারি সফরে এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান উপ-পরিচালক বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।


এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মো. রফিকুল ইসলাম (প্রিন্স চৌঃ), উপদেষ্টা মো. আলমগীর শেখ, মো. জোবায়ের হোসেন ডেভিড প্রমুখ।


পরে ৩ টা ৩০ মিনিটে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট ও হিলি পানামা পোর্ট এর ভিতরে ওজন ব্রিজ, বন্দরের শেড পরিদর্শন শেষে বন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন।


বৈঠকে বন্দরের ব্যবসায়ীগণ সড়ক প্রশস্তকরণ ও ওজন স্টেশন নির্মাণ, এক্সিট গেট নির্মাণ, ওয়্যার হাউজ নির্মাণ ও সার্ভার জটিলতা সমস্যা সমাধানের দাবি জানান।


এসময় তিনি ব্যবসায়ীদের দাবিকৃত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তা নিরসনের আশ্বাস প্রদান করেন।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, হিলি পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রিন্স চৌধুরী, উপদেষ্টা মো. আলমগীর শেখ, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পানামা পোর্ট এর মো. জোবায়ের হোসেন ডেভিড সহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রব্বানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com