
টানা তৃতীয় দিনের মতো শেয়ারবাজারে সূচকের উত্থান অব্যাহত আছে। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৯১টির দাম বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৩৩টির দাম অপরিবর্তিত আছে। এ সময় মোট লেনদেন হয়েছে ২০৫ কোটি ১৩ লাখ টাকা।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকারের কাছে নীতি সহায়তা চাওয়ার কথা জানিয়েছিল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]