বিএনপির ১৬ নেতাকে আজীবন বহিষ্কার
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ২৩:২০
বিএনপির ১৬ নেতাকে আজীবন বহিষ্কার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় ১৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।


বুধবার (৭ জুন) রাতে দলটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।


বহিষ্কার হওয়া নেতারা হলেন- রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ টুটুল, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান টিটু, রাজশাহী মহানগরের ২২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলিফ আল মাহমুদ লুকেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু, রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মুসলিমা বেগম বেলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল, ১নং যুগ্ম সম্পাদক সামসুন নাহার, সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা, ৪নং যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নিম্নে বর্ণিত ব্যক্তিদের কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। এদের মধ্যে রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মুসলিমা বেগম বেলী কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন-তা সন্তোষজনক নয়। বাকি ব্যক্তিবর্গ কারণ দর্শানো নোটিশের কোন জবাবই দেননি। তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় আজীবন বহিস্কার করা হয়েছে।


বিবার্তা/এমই/এম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com