রাজনীতি
ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক লীগের আহবান
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ১৭:০৯
ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক লীগের আহবান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


২৬ এপ্রিল, বুধবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার মানুষের স্বপ্ন-ভালোবাসা, আশা-ভরসা-নির্ভরতা, শেষ আশ্রয়, বাংলাদেশের মাটিমানুষের অকৃত্রিম বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত যার ধারাবাহিকতায় কৃষি ও খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কৃষির প্রতি কতটা আবেগ ও ভালোবাসা থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন গম্ভবন কীভাবে আদর্শ ফসলি উঠোনে পরিণত হয়েছে আমরা তা দেখেছি।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কৃষিবান্ধব আওয়ামী লীগ সরকারের কৃষি উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে যুগান্তকারী নানা উদ্যোগের কারণে প্রতি বছরের ন্যায় এবারও সকল প্রকার খাদ্য শষ্যের মত বোরো মৌসুমে ধানেরও বাম্পার ফলন হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনহেতু তীব্র গরম, অনাবৃষ্টি ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক ধান কাঁটতে বিপাকে পড়েছেন।


তাই প্রধানমন্ত্রীর নির্দেশে এবারও স্বেচ্ছাস্ত্ৰেক লীগের সর্বস্তরের নেতা কর্মীকে কৃষকের ফসলি ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার নির্দেশ প্রদান করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com