গুমের বিচার এদেশের মাটিতেই হবে: আমিনুল হক
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৫:৫৭
গুমের বিচার এদেশের মাটিতেই হবে: আমিনুল হক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গুম ও খুনের বিচার এদেশের মাটিতেই হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।


বুধবার (২২ মার্চ) 'পল্লবী-রুপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে রোজা ও ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময়ে' এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই উপহার সামগ্রী দেওয়া হয়।


আমিনুল হক বলেন, নির্যাতন করে এবং মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারে না। এই অবৈধ স্বৈরাচার সরকারও পারবে না।


তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।


এ সময় রূপনগর পল্লবী এলাকার স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ কিরণ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com