
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দুপুরে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ মে, বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুপুর সাড়ে ১২টায় সস্ত্রীক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে নেমে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ওমরাহ করতে গিয়েছিলাম ওমরাহ করে আসলাম দেশবাসীর জন্য আল্লাহর ঘরে বসে দোয়া চেয়েছি আপনারা আমার জন্য দোয়া করেছেন; এর বেশি কিছু বলার নেই।
উল্লেখ্য, গত ২ মে পবিত্র ওমরাহ পালনে বিএনপি মহাসচিব তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সৌদি আরব যান। প্রথমে তিনি মদিনায় মহানগর হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। গত ৫ মে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালন করেন তারা।
ওমরাহ পালনকালে দেশ ও জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা জন্য দোয়া করেছেন বিএনপির মহাসচিব।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]