রাজনীতি
বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে : জিএম কাদের
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৬:২৮
বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে : জিএম কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ৭ মার্চ, মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানেরর উত্তরার বাসভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ও একথা বলেন তিনি।


আজ গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে চীনের রাষ্ট্রদূতের এটা প্রথম সভা। প্রথমে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনকে স্বাগত জানান গোলাম মোহাম্মদ কাদের এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি।


বৈঠকে গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়ালো হবে। এছাড়া বৈঠকে বন্ধু প্রতিম বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথঅ হয় এবং জাতীয় পার্টি চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চায়না’র অবদানের কথা উল্লেখ করেন।


এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের বাসভবনে আতিথেয়তায় মুগ্ধ হয়ে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ধন্যবাদ জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর জিনথ উই, পলিটিক্যাল ফেন্জ জিজিয়া, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কিরণ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com