মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার: মঈন
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৪:৫৪
মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার: মঈন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেগা প্রজেক্টের নামে সরকার মেগা দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।


বুধবার (১ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।


এরআগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান মঈন খান।


তিনি বলেন, একদিকে অর্থনৈতিক কষাগাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল। অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। এরমধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে গণবিরোধী।


আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয় পড়বে দরিদ্রদের ওপর উল্লেখ করে মঈন খান বলেন, সরকার জোর গলায় বলেছে- আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে। কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে সরকার।


বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। আর সরকার ভালো কাজ করে থাকলে কেনো সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।


বিবার্তা/কিরণ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com