১৬ জানুয়ারি বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ১৪:৩১
১৬ জানুয়ারি বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। এই গণঅবস্থান থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সকাল ১১টায় বিআরসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।


যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন- গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুমের সভাপতিত্বে গণঅবস্থানে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা।


বিবার্তা/কিরণ/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com