শিরোনাম
এমসি কলেজে গণধর্ষণে জড়িতদের শাস্তি চান জিএম কাদের
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫
এমসি কলেজে গণধর্ষণে জড়িতদের শাস্তি চান জিএম কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণে জড়িতদের শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।


তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই এমসি কলেজে জঘন্য ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেখতে অপেক্ষা করছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেসরকারী প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।


জিএম কাদের বলেন, অপরাধীর কোন দলীয় পরিচয় থাকতে পারেনা। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।


এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ক্ষোভের সাথে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আজ কাজে ফিরতে রাস্তায় আন্দোলন করছে। তারা টিকেটের নিশ্চয়তা পাচ্ছেনা, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।


তিনি বলেন, সৌদি প্রবাসীরা যেন ভিসার মেয়াদ শেষ হবার আগেই বিমানের টিকেট পায় সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, তাদের জন্যও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান কাদের। পাশাপাশি বেসরকারী প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতেও সরকারের প্রতি আহবান জানান।


এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, তথ্য ও গবেষণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম. রহমান পারভেজ।


বেসরকারী প্রাথমিক শিক্ষক প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, মো. মহিবুল ইসলাম ইউসুফ, মো. মাহবুবুর রহমান, শামিম হোসেন, খাইরুল আলম, আব্দুর গফুর, প্রশান্ত কুমার, মো. রবিউল ইসলাম।


বিবার্তা/জাহিদ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com