শিরোনাম
জাসদের ২ এমপির বেতন-ভাতা করোনা তহবিলে দান
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৯:০৬
জাসদের ২ এমপির বেতন-ভাতা করোনা তহবিলে দান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাসদের দুই সংসদ সদস্যআগামী তিন মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির সমুদয় এবং পরবর্তী নয় মাস পর্যন্ত বেতন-ভাতা-সুযোগসুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দলীয় দুইজন সংসদ সদস্য দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংসদ সদস্য হিসাবে আগামী তিন মাসে প্রাপ্য তাদের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির সমুদয় এবং পরবর্তী নয় মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।


হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি আশা প্রকাশ করে বলেন, সকল সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন এবং জাতীয় সংসদের স্পিকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com