শিরোনাম
মানবসেবার চেয়ে বড় রাজনীতি পৃথিবীতে আর কিছু নেই: বাবলা
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৯:২৫
মানবসেবার চেয়ে বড় রাজনীতি পৃথিবীতে আর কিছু নেই: বাবলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানবসেবার চেয়ে বড় রাজনীতি পৃথিবীতে আর কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো:চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।


তিনি বলেন, এখন রাজনীতির সময় নয়, মানবসেবার সময়। জাতির এই দুযোর্গে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। সোমবার (৩০ মার্চ) রাজধানীর শ্যামপুরের মুন্সীবাড়ীতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।



সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছে। সবাই ঘরে থাকুন, কাউকে খাবারের জন্য কষ্ট করতে হবে না। আমাদের পার্টির স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেবে। দয়া করে আপনারা ভীড় করবেন না।


এ সময় তিনি জাপা কার্যালয়ে সামনে জড়ো হওয়া নারীদেরকে তিনফুট দুরত্বে দাড় করিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।এতে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সাংবাদিক সুজন দে, জাপা নেতা আসাদ মিয়া প্রমুখ।


পরে জাতীয় পার্টির শ্যামপুর থানা সভাপতি কাওসার আহমেদ ও সহ সভাপতি জহিরুল ইসলাম জহির ৫১ নং ওয়ার্ডে এবং ৪৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হানিফ সর্দার ও জাপা নেতা সুনীল টাইগার ৪৭ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে এমপি বাবলার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com