
করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারনের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
শুধু ঢাকায় নয়, এই কর্মসূচি সারা বাংলাদেশে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পালন করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে নিজ নিজ এলাকায় মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বিবার্তাকে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে একটি বার্তা পৌঁছে দেয়া হয়েছে। ওই বার্তায় এলাকায় মাইকিং, লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ওই কর্মসূচি দেশের প্রতিটি শাখায় পালন করা হয়েছে। নিরাপদ দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। এই দুর্যোগে যতটুকু ও যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল লক্ষ্য।
বিবার্তা/খলিল/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]