শিরোনাম
সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে: রিজভী
প্রকাশ : ২৪ মার্চ ২০২০, ১৭:৩৮
সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে: রিজভী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ায় সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


মঙ্গলবার (২৪ মার্চ) খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তের পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলেন রিজভী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


প্রথমে খালেদা জিয়ার মুক্তির সংবাদকে ‘মৃত্যুর সংবাদ’ বলে ফেলেন রিজভী। তবে পরক্ষণেই ভুল শুধরে বলেন, মুক্তির সংবাদ।


রিজভী আরো বলেন, বিএনপি’র যারা নেতাকর্মী রয়েছেন তাদের এবং দেশবাসীকে আমরা শান্ত থাকতে বলব। এই মহা দুর্যোগের মধ্যে মানুষের যাতে কোনো ধরণের কোনো অসুবিধা না হয়, তারা যাতে কোনো ধরণের কষ্টের মধ্যে না থাকে, সেই বিষয়টা তারা দেখবেন।


খালেদার মুক্তির বিষয়কে কীভাবে দেখছেন এমন এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমি ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কারণে সাজা দেয়া হয়েছে তার কোনো ভিত্তি ছিল না, তার সার্বত্ত ছিল না। আজকে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটাকে আমরা মনে করি এটা একটা ইতিবাচক দিক।


তিনি বলেন, এর পাশাপশি আমরা এটাও বলব, আমাদের নেতাকর্মী, দেশবাসী তাদের প্রিয় নেত্রীর মুক্তির সংবাদে সবাই সংযত থাকবেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com