শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৬
বিএনপির স্থায়ী কমিটির ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটি শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছে।


সুপ্রিম কোর্টে দলীয় চেয়ারপারসনের নতুন করে জামিন আবেদনের শুনানিসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছিলো স্থায়ী কমিটি।


বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে স্কাইপিতে বৈঠকে যোগ দেন।


বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে কোনো ব্রিফ করা হয়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com