শিরোনাম
আতিক ও তাপসের পক্ষে যুবলীগের গণসংযোগ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২১:১১
আতিক ও তাপসের পক্ষে যুবলীগের গণসংযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর সমর্থনে গণসংযোগ ও সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ মিরপুর-১০ ফলপট্টি এলাকায় ৯৪নং ওয়ার্ডের বিভিন্নস্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।



এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল হক আসাদ, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা সামছুল ইসলাম পাটোয়ারী, আফতাব খন্দকার রনি, মফিজুর রহমান মিলন, জিল্লুর রহমান মিলন, ঢাকা মহানগর যুবলীগ উত্তর শাখার দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, পাটোয়ারী বাবু, জালাল উদ্দিন, শেখ শামছু ও রেজওয়ান রাব্বি।


এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর সহধর্মিনী অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবিদের নিয়ে আজ দুপুর ২টা থেকে সূত্রাপুর, কোতোয়ালীর বিভিন্নস্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।


এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে ইসলামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে সমিতির কার্যালয়ে সভাপতি সামছুল আলম সফজলের সভাপতিত্বে ও নেছার আহম্মেদ মোল্লার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেলাল হোসাইন, সদস্য সচিব অ্যাডভোকেট মামুন-অর-রশিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইমরান হোসেন খান, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খোকা, বিপুল ঘোষ শংকর।


এছাড়াও কামরাঙ্গীর চর এলাকায় শাহজাহান ভুইয়া মাখন ও আ.ক.ম গিয়াস উদ্দিনের নেতৃত্বে, শ্যামপুর-কদমতলীতে বিশ্বাস মতিউর রহমান ও মোঃ ইসলাম এর নেতেৃত্বে, যাত্রাবাড়ী-ডেমরাতে মুহাঃ বদিউল আলম ও এনামুল হক খানের নেতৃত্বে, কোতোয়ালী, সুত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, বংশালে এমরান হোসেন খান ও অধ্যক্ষ নবী নেওয়াজের নেতেৃত্বে, লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালীতে মোঃ আনোয়ারুল ইসলাম ও সাজ্জাদ হোসেন শাহীন ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট এ মঞ্জুর আলম শাহীন ও আবু আহম্মেদ নাসিম পাভেল নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।


এছাড়াও যুবলীগ সাবেক উপ-মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা শেফালীর নেতৃত্বে মহিলা স্পেশাল টিম নিউমার্কেট, যাদুঘর, আজিজ সুপার মার্কেট, নিলক্ষেত, কাটাবন, যুবলীগ সাবেক কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দ্দারের নেতৃত্বে পল্টন ও মতিঝিল এলাকায়, যুবলীগ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হেলাল উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিভিন্নস্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।



বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা ১২টায় যুবলীগ নির্বাচন পরিচালনা কমিটির সাথে খেলায়াড়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেলাল হোসাইন, বিশেষ অতিথি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুন-অর-রশিদ, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাবেক উপ-মন্ত্রী আরিফ খান জয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, তারিক হাসান লিউ, মনিরুল ইসলাম হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।সার্বিক পরিচালনায় ছিলেন-যুবলীগ কেন্দ্রীয় নেতা অমিত খান শুভ্র।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com