একই সময় অর্ধেক অংশে দিন, বাকি অর্ধেকে রাত যে দেশে
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১
একই সময় অর্ধেক অংশে দিন, বাকি অর্ধেকে রাত যে দেশে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক দেশ, এক সময়। এটাই তো স্বাভাবিক। কিন্তু কথাটা বুঝি রাশিয়ার ক্ষেত্রে সঠিক নয়। কেননা, ওই দেশে রয়েছে ১১টি টাইম জোন। সেখানকার নাগরিকরা একসঙ্গে সকালের নাস্তা বা রাতের খাবার খান না। শুধু তাই নয়, এখানকার অর্ধেক অংশে যখন দিন হয় তখন অন্য অর্ধেক অংশে থাকে রাত।


রাশিয়া হল পৃথিবীর একমাত্র দেশ যেখানে সকাল এবং রাত একসঙ্গে থাকে। সময় অনুযায়ী এখানকার এ অংশে যখন কেউ সকালের চা খাচ্ছেন, আবার অন্য জায়গায় কেউ হয়তো খেতে বসেছেন রাতের খাবার। জেনে নেওয়া যাক এই অদ্ভুত ব্যাপারটি কীভাবে ঘটে।


রাশিয়ার অর্ধেক অংশে যখন দিন, তখন অন্য অংশে হয় রাত। এই ঘটনা ঘটে বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত, প্রায় ৭৬ দিন। তাই রাশিয়াকে বলা হয় ‘কান্ট্রি অব মিডনাইট সান’ বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।


আরও অবাক করা বিষয় হলো, রাশিয়ার একটি শহর মরমস্কে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সে সময় দিনরাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায়।


সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান। রাশিয়ার এই শহরে সূর্য কখনো অস্ত যায় না, সেটি কেবল আকাশজুড়ে ঘুরে চলে।


অনেকেই হয়তো জানেন না যে, রাশিয়াকে বলা হয় ভদকার জনক। এদেশেই প্রথম ভদকা পানের চল হয়েছিল।


এদেশের আরেকটি মজার বিষয় হলো, এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। অর্থাৎ সেখানে নারীদের প্রাধান্য অধিক।


রাশিয়ায় অ্যালকোহল পানের প্রবণতা অত্যাধিক। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রতি বছর ৫ লাখ মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যান।


রাশিয়া পশুপ্রেমী দেশ। এদেশের মানুষ পশুদের যে শুধু ভালোইবাসেন তা নয়, পশুদের বিশেষ যত্নও নেন। এদেশে মানুষের জন্য থাকার ঘর থাকুক বা না থাকুন, শিয়ালদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে।


সূত্র: দ্য প্লানেট ডি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com