১ ও ২ ডিসেম্বর কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যাল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩৫
১ ও ২ ডিসেম্বর কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যাল
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

'মুজিব'স বাংলাদেশ' উদযাপনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যালের ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’।


আগামী ১ ও ২ ডিসেম্বর বরিশাল বিভাগের ফেস্টিভ্যাল আয়োজন করা হবে কুয়াকাটায়। সাগরকন্যা খ্যাত কুয়াকাটার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে এবং কুয়াকাটাকে বিশ্বের কাছে অন্যতম সৈকত হিসেবে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হচ্ছে।


এ আয়োজনকে আরও সমৃদ্ধ করতে স্থানীয় ব্যবসায়ীরা দিয়েছেন বিশাল ছাড়। উৎসবের দুদিন আবাসিক হোটেল-মোটেলগুলোতে ৫০ শতাংশ, ট্যুর অপারেটরদের মুনাফামুক্ত ট্যুর প্যাকেজ, হোটেল-রেস্তোরাঁয় ২০ শতাংশ, শুঁটকি মাছে ২০ শতাংশ ছাড়, ফিস ফ্রাই ২০ শতাংশ, ফ্রি ট্যুর গাইড সার্ভিস, ইজি বাইকে ৩০ শতাংশ ছাড় থাকবে।
বুধবার সন্ধ্যায় কুয়াকাটায় হোটেল বিচ-হ্যাভেনের হলরুমে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. মহিবুল্লাহর সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান।


এ ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর কুয়াকাটা প্রান্তে স্টেক হোল্ডারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, হোটেল সমুদ্র বিলাসের মালিক ডা. ইসমাইল ইমন, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু, রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ, হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, কুয়াকাটা শুঁটকি মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফিস ফ্রাই মার্কেটের সভাপতি মো. মিজানুর রহমানসহ অনেকে।


বিভাগীয় পর্যায়ের পর্যটনকে ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে বিভাগীয় ফেস্টিভ্যালের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।


এ ফেস্টিভ্যালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com