তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
প্রকাশ : ০৫ মে ২০২৩, ১৭:০৩
তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বুদ্ধপূর্ণিমাসহ তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।


শুক্রবার (৫ মে) সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকেরা অনেকেই ঘুরছেন ওয়াটার বাইক, বিচ  বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ উপভোগ করছেন। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।


গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকেই কুয়াকাটায় পর্যটকের আগমন দেখা যায়। ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক না এলেও বর্তমানে পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর। ফলে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও।


কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠা এক পর্যটক বলেন, বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মোট তিন দিনের ছুটি পেয়ে পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। আমার বাচ্চারা কুয়াকাটা সৈকত অনেক পছন্দ করে। আমার কাছেও সময় কাটানোর সুন্দর জায়গা এটি।


কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, তিন দিনের লম্বা ছুটিতে পর্যটকদের সার্বক্ষণিক সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটক এসেছেন কুয়াকাটায়। আমাদের ৭০% হোটেল বুকিং হয়েছে।


কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগের তুলনায় আজ কুয়াকাটায় পর্যটকের আগমন একটু বেশি। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করছি। পর্যটকদের সেবায় যেকোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com