রাঙামাটিতে পর্যটক বেড়েছে, দ্বিগুণের প্রত্যাশা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০৯:৫২
রাঙামাটিতে পর্যটক বেড়েছে, দ্বিগুণের প্রত্যাশা
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে এবার রাঙামাটিতে বেশ পর্যটকের উপস্থিতি লক্ষ করা গেছে। ব্যস্ত নগরী থেকে মানুষ ছুটে এসেছে প্রশান্তি শহর রাঙামাটিতে।


ঈদের দিন থেকে জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। শহরের বেশিরভাগ হোটেল-মোটেলগুলোয় বুকিংও বেড়েছে বেশ। পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, পর্যটনের ঝুলন্ত সেতু, রাঙামাটি-কাপ্তাই সংযোগ সড়ক, সুবলং ঝরনা এবং কাপ্তাই হ্রদ ভ্রমণ করছেন পর্যটকেরা।


ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত প্রায় ১০ হাজার পর্যটক রাঙামাটিতে ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পর্যটকের সংখ্যা আরও দ্বিগুণ হওয়ার আশা করছেন তারা।


গাজীপুর থেকে বেড়াতে আসা এক পর্যটক দম্পতি জানায়, গত দু’দিন ধরে রাঙামাটিতে অবস্থান করছি। বেশ ভালো লাগছে। এত সুন্দর মনোরম পরিবেশ কোথাও দেখিনি।


রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বলেন, ঈদের ছুটিতে পর্যটকেরা আসতে শুরু করেছে। গত কয়েকদিন প্রচুর পর্যটক এসেছে। মোটেলগুলোয় বেশ বুকিং রয়েছে। আশা করছি পর্যটকের সংখ্যা আরও দ্বিগুণ বাড়বে।


জানা গেছে, রাঙামাটি শহরে ৫৪টি হোটেল রয়েছে। যেখানে প্রায় ১০ হাজার পর্যটক থাকতে পারে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com