শিরোনাম
আন্দাশুরা বিলে বিলুপ্ত প্রায় সাদাপদ্মের সৌন্দর্য
প্রকাশ : ২৬ জুন ২০২১, ১৭:৪৪
আন্দাশুরা বিলে বিলুপ্ত প্রায় সাদাপদ্মের সৌন্দর্য
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফুলের রানি পদ্ম। সুনীল গঙ্গোপাধ্যায় তার ‘কেউ কথা রাখেনি’ কবিতায় বলেছিলেন ১০৮টি নীল পদ্মের কথা! এমনি সাহিত্যের পরতে পরতে মিলবে পদ্মের উপাখ্যান।


তবে নীল কিংবা গোলাপী নয়; এবার সাদা পদ্মের দেখা মিলবে তানোর উপজেলা সীমানাবর্তী চৌবাড়িয়া ইটভাটার পাশে আন্দাশুরা বিলে। শরতের ফুল হলেও বর্ষাতেই তার সৌন্দর্য ও শুভ্রতার প্রতীক নিয়ে হাজির হয় পদ্ম। প্রকৃতিতে নিজের রূপ বৈচিত্র্য অকাতরে বিলিয়ে দিচ্ছে জলাভূমি ও বিলে-ঝিলে ফুটে থাকা এ জলজ ফুলের রানি।


প্রাকৃতিকভাবে জন্ম নেয়া জলজ ফুলের রানি এই পদ্মফুল সৌন্দর্য বাড়িয়ে বদলে দিয়েছে বিলের চিত্র। তাই প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা! বাড়ছে বিলপাড়ে সাদা পদ্ম ফুল দেখতে আসা মানুষের সংখ্যা। তবে নীল ও গোলাপী পদ্মের দেখা পাওয়া গেলেও সাদা পদ্ম এখন অনেকটাই বিলুপ্তের পথে বলে জানিয়েছেন স্থানীয় বিলপাড়ের প্রবীণরা।


বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) বারসিক এর সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকার বলেন, সাদা পদ্ম ফুল এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এর সংরক্ষণ প্রয়োজন। সাদা পদ্ম ঔষধিগুণ সম্পন্ন ফুল। শ্বেত রোগ ভালো করে। হূদরোগ ঝুঁকি ও যন্ত্রণা কমায়। কেবল পবিত্রতার প্রতীক হিসেবে নয়, ভেষজ গুণ সমৃদ্ধ এই পদ্ম সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করতে আমরা এর যে কান্ডটি আছে সেটাকে যদি এনে পুকুরে লাগাই তাহলে এখান থেকে প্রচুর উৎপাদন করা সম্ভব।


এ নিয়ে তানোর উপজেলার তাঁতিয়ালপাড়া গ্রাম থেকে আন্দাশুরা বিল দেখতে আসা দর্শনার্থী বাপ্পী দাস জানান, এক কথায় অনবদ্য। এমন সুন্দর সাদা পদ্ম দেখে চোখ জুড়িয়ে যায়।


আরেক দর্শনার্থী বিপুল কুমার মনি জানান, দূর থেকে এমন সুন্দর সব পদ্ম থেকে দেখে আর থামতে পারলাম না। ছোট্ট নৌকা নিয়ে গোল গোল পদ্মপাতা ও পদ্মফুল তুলে আনলাম। সত্যি এ এক অন্যরকম অনুভূতি।


আন্দাশুরা বিলের পাশে ব্যক্তি উদ্যোগে তৈরি হচ্ছে একটি বিনোদন পার্ক। এনিয়ে বিনোদন পার্কের উদ্যোক্তা মন্টু সোনার জানান, ৫০ বিঘা জমি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ফলজ, বনজ গাছের পাশাপাশি ছোট ছোট পুকুর তৈরি করার কাজ হাতে নেয়া হয়েছে। পুকুরে থাকছে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা। থাকবে পদ্মসহ জলজ ফুল। পুকুরের পাড় ঘেষে ইতিমধ্যে সৌন্দর্যমন্ডিত ফল-ফুলের বাগান তৈরি করার কাজ চলছে। আর দর্শনার্থীদের বসার জন্যও ব্যবস্থা করা হচ্ছে।


মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আন্দাসুরা বিলটিকে কিভাবে আরও সুন্দর ও দৃষ্টিনন্দন করা যায়, সেই জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সঙ্গে আলোচনা করে প্রকল্প হাতে নিবো বলে জানান এই কর্মকর্তা।


ভারত ও ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম। প্রবল জ্বরে পদ্মপাতার ওপর শুয়ে থাকলে জ্বরের প্রকোপ কমে। পদ্ম হিন্দুদের কাছে অতি পবিত্র ফুল। প্রাচীন সাহিত্য, শিল্প ও স্থাপত্যকলায় পদ্মের নানামুখী ব্যবহার লক্ষ্য করা যায়। বৌদ্ধদের কাছে এই সাদা পদ্ম সৌন্দর্য ও শুভ্রতার প্রতীক।


বিবার্তা/অসীম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com