শিরোনাম
বাবলুর মৃত্যুতে ‘এরশাদ ট্রাস্টি বোর্ডে’র শোক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ১৯:০২
বাবলুর মৃত্যুতে ‘এরশাদ ট্রাস্টি বোর্ডে’র শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড’।


শনিবার (২ অক্টোবর) ট্রাস্টির চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এক শোক বার্তায় জিয়াউদ্দিন বাবলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নেতা হিসেবে বাবলু ছিলেন ভিন্ন ধারার একজন মানুষ। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে জাতীয় পার্টি অনেক এগিয়েছে। গণতন্ত্র চর্চায় তিনি ছিলেন সোচ্চার।


কাজী মামুন বলেন, জিয়াউদ্দিন বাবলু একজন সংগ্রামী রাজনীতিক ছিলেন। জীবনের বেশিরভাগ সময় তিনি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিলেন। ছাত্র জীবন থেকেই যার প্রতিবাদি কণ্ঠসর সরব ছিলো, সেই মানুষটি শেষ বেলায়ও সিলেটে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন।


তিনি আরো বলেন, ক্ষমতায় থাকাকালীন সময় বাবলু ছিলেন একজন সফল মন্ত্রী। সাফল্যের ধারায় তিনি অল্প সময়ে উপমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছিলেন। আর ছাত্র জীবনে তিনি ছিলেন অনন্য সংগ্রামী একজন ছাত্র নেতা। ছাত্রদের যে কোনো দাবি আদায়ে তিনি ছিলেন সামনের সারির নেতা। তার হাত ধরেই পল্লীবন্ধুর শাসনামলে শিক্ষা ও জ্বালানী খাতে অনেক উন্নয়ন হয়েছে।


বিবার্তা/বিপ্লব/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com