
মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য 'সেফজোন' তৈরী করতে হবে, তার জন্য বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। কারণ, রোহিঙ্গা আমাদের জন্য বড় দায়, দিনের পর দিন তাদের রাখা সম্ভব না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার সচিবালয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে, এডিবিও এগিয়ে আসবে।বাজেটে ৪০০ কোটি বরাদ্দ রাখা হলেও এক বছরে আমাদের বাজেট থেকে তেমন সহায়তা লাগবে না
রোহিঙ্গা সঙ্কটে ভূমিকার জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, এই সঙ্কট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেক কাজ বাকি, আর সেজন্যই তিনি ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন।
বিবার্তা/মৌসুমী/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]