শিরোনাম
সীমান্ত এলাকা ঘুরে দেখলেন প্রিয়াঙ্কা
প্রকাশ : ২২ মে ২০১৮, ২১:০৬
সীমান্ত এলাকা ঘুরে দেখলেন প্রিয়াঙ্কা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের অন্যতম স্থান কক্সবাজারের টেকনাফ সীমান্তের হারিখালী এলাকা পরিদর্শন করলেন ইউসিফের বিশেষ শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে হারাংখালী আসে ইউনিসেফ দল।


রয়েল টিউলিপ হোটেল থেকে মেরিন ড্রাইভ যোগে ইউসিফের গাড়িতে করে সকালে হারিখালী ভাঙা নামক সীমান্তে পৌঁছেন তারা। রোহিঙ্গারা যে পথে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, ভাঙার সেই স্থানে নিয়ে যাওয়া হয় তাকে।


গাড়ি থেকে নেমে সেই পথে তিনি কিছু সময় হাঁটাহাঁটি করেন। সেখান থেকে নাফ নদী আর মিয়ানমার দেখা যায়। সেখান থেকে চলে আসার সময় মসজিদের সামনে গাছের নিচে দাঁড়িয়ে ১৫ জন রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গা শিশুদের খোঁজ খবর নেন তিনি।


এখান থেকে গাড়িতে সকাল ৯টা ৫৫ মিনিটে টেকনাফের নেটং (উটনি) পাহাড়ের উদ্দেশে রওনা হন তিনি। এই পথে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে কিভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে, তা প্রিয়াঙ্কার সামনে তুলে ধরা হয়। এখানে ১৫ মিনিট অবস্থান করেন তিনি।


এরপর টেকনাফের লেদা বিজিবি চৌকির কাছে ইউনিসেফ পরিচালিত শিশুদের খেলাধুলার জন্য তৈরি স্থান পরিদর্শন করেন। সেখান থেকে সকাল ১১ টার দিকে তিনি টেকনাফের লেদা মেকসিফট সেটেলমেন্ট ক্যাম্পে যাওয়ার কথা থাকলেও গাড়ি থেকেই তা দেখে অতর্কিত ভাবে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান।



এ সময় তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন। রোহিঙ্গা বেশ কয়েকজন শিশুর খোজঁ খবর নেন এবং তাদের সাথে সময় কাটান। এরপর বিকাল সাড়ে তিনটার দিকে ইউনিসেফের গাড়িতেই মেরিন ড্রাইভ হয়ে আবার রয়েল টিউলিপ হোটেলে ফিরে যান।


এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া, পুলিশ পরির্দশক রাজু আহমেদ ও ইউসিফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া বলেন, সোমবার বিকেলে বাহারছড়ায় অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে যান প্রিয়াংকা। সেখানে সবার সাথে খোলামেলা ভাবে কথা বলেন তিনি। এ সুযোগে অনেকে সেলফির নামে তামাশা করেছেন। ফলে মঙ্গলবার কঠোরভাবে সবার কাছ থেকে দূরে থেকেছেন বিশ্ব সেলিব্রেটি প্রিয়াংকা।



তার চাওয়া মতো নিরাপত্তা কঠোরভাবে পালন করা হয়েছে। সাধারণ মানুষ নয়, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছ থেকেও দূরে থাকার চেষ্টা করেছেন তিনি।


বলিউডেও খ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় এই অভিনেত্রী গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানব যোগে কক্সবাজার পৌছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা চোপড়া সড়কপথে গিয়ে ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান। সেখান থেকে বিকেল ৪টায় তিনি মেরিনড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।



কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, টেকনাফের সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বেলা তিনটার দিকে তিনি ইনানীর হোটেল রয়েল টিউলিপের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন। বুধবার সকালে প্রথমে উখিয়ার থাইংখালীর জামতলী ও পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর কক্সবাজার ত্যাগ করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।


বিবার্তা/মানিক/কামরুল


<<রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রিয়াঙ্কা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com