গোপালগঞ্জে বাড়ল কারফিউয়ের সময়
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৯:১২
গোপালগঞ্জে বাড়ল কারফিউয়ের সময়
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে নতুন করে কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শনিবার রাত ৮টা থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।


শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার পরিস্থিততি স্বাভাবিক রাখতে আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রবিবার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে, জরুরি পরিসেবা অ্যাম্বুলেন্স, বিদ্যুত ও গণমাধ্যম কর্মীরা কারফিউর আওতায়মুক্ত থাকবেন।


গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান জানান, গোপালগঞ্জের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় রবিবার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পযর্ন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সমাল দিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পযর্ন্ত কারফিউ জারি করা হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময় বৃদ্ধি করা হয়।


গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনভর চলা সংঘর্ষে ৫ জন নিহত হন। পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।


এ ঘটনায় সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব এখন পযর্ন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com