
মিয়ানমার, ভারত, পাকিস্তান ও ভিয়েতনাম থেকে এ বছর সরকার ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় খাদ্য উপদেষ্টা বলেন, ইতোমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় ৫০ হাজার টন চাল এসেছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন আসবে।
তিনি আরও বলেন, চাল আমদানির কারণে বাজারে মোটা চালের দাম ৫ টাকা কমেছে। এ ছাড়া রমজান মাসে সারাদেশে ৫০ লাখ মানুষের জন্য একটি খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হবে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]